ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত সদস্য আটক

হিলিতে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত সদস্য আটক

হিলিতে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মনিরুল ইসলাম (২১) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

বৃহ্স্পতিবার দিবাগত রাতে হিলির বোয়ালদাড় রাস্তার মুরগির ফারামের পাশে উঁচু ব্রীজের নিকট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ডাকাত সদস্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ার ধর্মপুর গ্রামের আমাল শেখের ছেলে।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ বলেন, বোয়ালদাড় রাস্তার উঁচু ব্রীজের নিকট গাছ কেটে দেশি অস্ত্র দিয়ে একদল ডাকাত সদস্যরা ডাকাতি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাত সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মনিরুল ইসলাম নামের এক ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় সেখান থেকে ডাকাত সদস্যের দেশি অস্ত্র, দুইটি হাসুয়া, একটি গাছ কাটা করাত কল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

আনন্দবাজার/শাহী/রুবেল

সংবাদটি শেয়ার করুন