ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান পরিদর্শনে পিবিআই

হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ রাজনৈতিক নেতাদের ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেছে পিবিআই।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে পিবিআই এর একটি দল ক্ষতিগ্রস্থ পৌরসভা, ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা করেন। ব্রাহ্মণবাড়িয়া পিবিআই এর পরিদর্শক কামরুল হাসান জানান, প্রতিটি ঘটনাস্থলেই পিবিআই এর বেশ কয়েকটি টিম কাজ করছে। ক্ষয়ক্ষতি নিরুপণে প্রতিষ্ঠানগুলোর কর্মরত লোকজনসহ আশপাশের লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, প্রথম দফায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ টি মামলা হয়েছে। তবে দ্বিতীয় দফায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে গত রবিবার হেফাজতে ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আনন্দবাজার/শাহী/নয়ন

সংবাদটি শেয়ার করুন