ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কা

দেশের কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বিক্ষিপ্ত শিলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন