ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন

মহামারী নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ এড়াতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আগামী বৃহস্পতিবার থেকে সব ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হবে। যার অর্ধেক টিকিট কাউন্টারে এবং বাকি অর্ধেক অনলাইনে বিক্রি করা হবে। থাকবে না আসনবিহীন কোনো টিকিট।

আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ আলম।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

নির্দেশনায় বলা হয়, বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন