ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নবাবগঞ্জে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দিনাজপুরের নবাবগঞ্জে ২দিন ব্যাপি উত্তরণ উদযাপনের শেষ দিনে সাংস্কৃতিক, পুরস্কার বিতরনী ও সমাপনী হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে শেষে দিনে উপজেলা শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আল মামুন,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার তদন্ত অফিসার সামশুল আলম,উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, চেয়ারম্যানগনসহ অনেকেই ।

উপজেলার সরকারি ও বেসরকারী ৩৭টি স্টোলকে পুরস্কৃত করা হয়। মেলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাউল সম্রাটের মনেমুগ্ধকর বাউল গানসহ স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্টিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

আনন্দবাজার/শাহী/লিটন

সংবাদটি শেয়ার করুন