ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে উন্নয়ন মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন গত শনিবার থেকে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা ও রবিবার আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ পাওয়ায় রবিবার সকাল ১১টায় বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ শোভাযাত্রা মোল্লাহাটের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরের উন্নয়ন মেলায় ফিরে শেষ হয়। এছাড়া আলোচনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। উপস্থিত ছিলেন থানা ওসি কাজি মোঃ গোলাম কবীর, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল,মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, মোঃ মনিরুজ্জামান মিয়া, শেখ রফিকুল ইসলাম, মোঃ বাবলু মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও জেজেএস এনজিওর সমন্বয়কারী নব কুমার সাহাসহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তা ও সুধী বৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান। এ মেলায় সরকারী ২৭ টি, ৭টি ইউনিয়ন পরিষদ ও বেসরকারী ২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন