বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী উন্নয়ন মেলা উদযাপনের সমাপ্তি হয়েছে।
রবিবার বিকেলে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২৭ মার্চ (শনিবার) সকালে এ মেলার উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ মো. আনোয়ার হোসেন হেলাল। উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুর ও মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন- সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল প্রমুখ।
মেলায় সরকারী বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে চল্লিশ টি স্টলের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক আলোক চিত্র উপস্থাপন করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ছাত্র-ছাত্রীদের জ্ঞানগর্ভ-বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, ফানুষ উড়ানো, বাজি ফোটানো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনন্দবাজার/শাহী/নাহিদ