ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

হরতালের সমর্থনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে মহাসড়কের জেলখানার মোড় এলাকায় অবস্থান নেন তারা। অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের  পটিয়া উপজেলার খরনা এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে হেফাজতের কর্মীরা। 

ঢাকা-সিলেট

সরেজমিনে দেখা গেছে, বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নিয়ে হেফাজতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করছেন। এ সময় তারা ‘দুনিয়ার মুসলিম এক হও, আমার ভাই শহীদ কেন, জবাব চাই জবাব চাই’- এ ধরনের স্লোগান দিচ্ছিলেন। মহাসড়ক অবরোধের কারণে এক কিলোমিটার এলাকাজুড়ে মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।

হরতালের সমর্থনে আসা কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলে জানা যায়, মূলত শুক্রবার হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের ‍সঙ্গে সংঘর্ষে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে তারা মাঠে নেমেছেন। কেউ কেউ বলছেন, ‘কট্টর মুসলিমবিরোধী নেতা মোদিকে এদেশে সাদরে গ্রহণ করা ঠিক হয়নি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের উপস্থিতি দেখা গেছে। যদিও অবরোধের বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে সাড়ে ১০টা থেকে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান।

পুলিশ সুপার বলেন, হেফাজতের নেতাকর্মীদের অনেকের হাতে লাঠি রয়েছে। তারা মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এছাড়া পটিয়া ডাকবাংলোর সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে হেফাজতের নেতাকর্মীরা।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী  বলেন, শান্তিপূর্ণভাবে সারাদেশে হরতাল চলছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম রাঙামাটি সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন