ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭শে মার্চ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় ফিরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসীর হাসানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আবু তালেব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।

এছারাও সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা ইঞ্জিনিয়ার আরিফ উল্লাহ খান, সমবায় অফিসার আবুল কালাম ফরায়েজী প্রমুখ।

আনন্দবাজার/শাহী/মোবারক

সংবাদটি শেয়ার করুন