ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ দূষণমুক্তের দাবিতে মানববন্ধন

নওগাঁ পৌরসভার ৭টিসহ জেলায় ১৯৬টি অবৈধ্য ইটভাটা বন্ধসহ পরিবেশ দূষণ, নদী দখল, ও দূষণ মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭মার্চ (শনিবার) দুপুরে সুশাসনের জন্যে নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়েছে।

সুজনের নওগাঁ কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে গণমাধ্যমকর্মী সাদেকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক, এমআর রকি, সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সমাজকর্মী শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বলেন, জেলায় দীর্ঘ দিন থেকে ২০৩টি ইটভাটার মধ্যে পৌর সভার ৭টিসহ জেলায় ১৯৬টি অবৈধ্য ইটভাটা ভাবে চালু থাকায় পরিবেশ দূষিত করে আসছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কর্তারা রহস্যজনক ভাবে এই অবৈধ্য ইটভাটার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না। দ্রুত অবৈধ্য ইটভাটা বন্ধ, পরিবেশ দূষণ, নদী দখল মুক্ত সহ পরিবেশ ধ্বংসকারি কর্মকর্তা-কর্মচারিদের অপসারণের দাবি জানানো হয়েছে।

আনন্দবাজার/শাহী/অনিক

সংবাদটি শেয়ার করুন