ঢাকা | মঙ্গলবার
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে স্বাধীনতার ৫০বছর পূর্তি উপলক্ষে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ফাইনাল ফুটবল খেলাটি ঐতিহ্যবাহী ‘কামারগাঁও উচ্চ বিদ্যালয়’ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ফুটবল খেলায় লাল ফুটবল একাদশ বনাম সবুজ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে সবুজ ফুটবল একাদশ।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তারা ‘লাল ফুটবল একাদশ’কে ৩-২ গোলে হারিয়ে জয় তুলে নেয়।

ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে ফাইনাল ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কাপাসিয়া উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুস ছোবাহান মাষ্টার ও কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আহমেদুল কবির মাষ্টার। নরসিংদী জেলা সহকারী পোষ্ট মাষ্টার এম.এ.জেড শরীফ ও ডি.এ.এফ মেটাল ইন্ড্রাষ্টিয়াল লিমিটেডের পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন সরকারের প্রধান পৃষ্টপোষকতায় খেলায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও কামারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বরেণ্য অতিথিদের মধ্যে ৭১’র রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মীর (লাল মিয়া) ও মোঃ ইসমাইল হোসেন মীরকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন বিএসসি, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কলিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন (বাচ্চু), মোঃ মনির হোসেন ফকির, অব: সেনা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম (টিটু), চাকুরীজীবি মোঃ মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ আব্দুর রহিম মোল্লা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এন.ডি.রাশিদুল আলম, কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহসিন মাঝি।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন- ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ সোহরাফ হোসেন (মমিন), ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মারুফ সরকার ও ইউনিয়ন ছাত্রলীগীগে সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রুহুল আমিন সজিব, ব্যবসায়ী মোঃ রাজ্জাক মুন্সী, সমাজসেবক মোঃ রাজীব প্রধান, ৭নং ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সজীব মুন্সী, আতিফ ইলেকট্রনিক্সের পরিচালক মোঃ আজিজুল হকসহ প্রমুখ নের্তৃবৃন্দ।

সার্বিক তত্বাবধানে ছিলেন খেলা আয়োজক কমিটির আহব্বায়ক মোঃ মনির হোসেন, যুগ্ম আহŸায়ক মোঃ মোফাজ্জল হক প্রধান,যুগ্ম আহব্বায়ক মোঃ আশরাফ হোসেন সরকার ও আয়োজক কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ মুন্সুর আহম্মেদসহ প্রমুখ।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন