ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হত দ্ররিদ্র ব্যক্তিদের জন্য এস এস আবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ২শত ৮৫ জন অসহায় ,দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

শুক্রবার উপজেলার দারিয়ালা গ্রামে সকাল ১০ টা থেকে দিনব্যাপি চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প।

বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি এস এম শাহেদ হোসেন সংগ্রামের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের(খুমেক) অর্থপেডিক্স বিভাগের সিনিয়র সার্জন ডাঃ দিদারুল আলম শাহীন।

এছাড়া উপস্থিত ছিলেন কে আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, ডাঃ দিদারুল আলমের সহ-ধর্মীনী প্রভাষক সুরাইয়া পারভিন, খুলনা মেডিকেল কলেজের ডাঃ সাইফুল্লাহ মানসুর, ডাঃ লাকী বিশ্বাস, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ আব্দুল আওয়াল, ডাঃ জব্বার ফারুকী, গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ সিরাজুল ইসলাম(ছিনু), শিক্ষক জহিরুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সমাজ সেবক শেখ সোয়েব আহম্মেদ, শেখ রবিউল আলম। অনুষ্ঠান স ালনা করেন কে, এম শফিকুল ইসলাম,সার্বিক সহযোগীতা করেণ মোড়ল আমিনুল ইসলাম।

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন