ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে গণহত্যা দিবস পালিত

আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু করে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা।

গণহত্যা দিবস উপলক্ষে জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই কালরাতে নির্মম হত্যাযজ্ঞের শিকার বীর বাঙালীদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আত্রাই রেলওয়ে স্টেশন গনকবরে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো.ইকতেখারুল ইসলাম তাঁর বক্তৃতায় কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ওসি আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার মো.ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সাজেদুর রহমান দুদু, আখতারুজ্জামান প্রমুখ।

আনন্দবাজার/শাহী/নাহিদ

সংবাদটি শেয়ার করুন