বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসেবে শেখ মুজিবুর রহমানের ‘প্রশাসনিক দূরদর্শিতা এবং গৃহায়ণ বিষয়ক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল গণপূর্র্ত জোন ও সার্কেলের যৌথ উদ্যোগে বরিশাল গণপূর্ত জোনের সম্মেলন কক্ষে এই আলোচনা আনুষ্ঠিত হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী আধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো: খোরশেদ আলম।
গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: নাসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ-আল-মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ৬টি জেলার নির্বাহী প্রকৌশলীগণ, উপ-বিভাগীয় প্রকৌশলীবৃন্দ, সহকারী প্রকৌশলীবৃন্দসহ গণপূর্তের অন্যান্য সদস্যগণ। এসময় অতিথিরা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রকৌশলবিদ্যার বাস্তব জ্ঞান নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভার পূর্বে মাসিক সমন্বয় সভায় বরিশালের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন প্রকৌশলীবৃন্দ।
আনন্দবাজার/শহক