ঢাকা | সোমবার
৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের সাত অঞ্চলে বইছে তাপপ্রবাহ, বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের সাত অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। যা আরও কয়েকদিন থাকতে পারে। সেই সাথে আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টি থেকে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাতে আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন