ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁ সাপাহারে মাস্ক বিহীনদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নওগাঁর সাপাহারে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে মাস্ক বিহীনদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় করোনার প্রার্দুভাব বিস্তার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে ২১ জনকে বিধি মোতাবেক ১০০ টাকা করে অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও পথচারী ও স্থানীয়দের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন বলেন, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনার আলোকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/শাহী/অনিক

সংবাদটি শেয়ার করুন