দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্না…রাজিউন)। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর।
জনকণ্ঠের এক সিনিয়র সাংবাদিক জানিয়েছেন, ভোরের দিকে তার শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছিল। এরপর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পত্র, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদা। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আনন্দবাজার/শহক