নওগাঁর সাপাহারে জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ পুলিশ নওগাঁ জেলা শাখার উদ্যেগে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় প্রধান অতিথি হিসেবে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাশে সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উদ্বোধনের আগে জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে একটি সচেতনতামূলক র্যালী সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার , সাপাহার থানার অফিসার ইচার্জ তারেকুর রহমান সরকার সহ জেলা পুলিশের সদস্যগন।
আনন্দবাজার/শহক/নাআঅ