ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন

মাস্কপরার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ, এ স্লোগান কে সামনে নিয়ে  ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন করা হয়েছে। আজ রবিবার সকালে ভালুকা বাসস্ট্যান্ড সৃতিসৌধ এলাকায় জনসাধারণের মাঝে করোনার দ্বিতীয় ডেও মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ক্যাম্পেইন করা হয়।

ক্যাম্পেইনে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম পি পি এমের সভাপতিত্বে করেন। এসময় তিনি বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিয়মিত মাস্ক পরিধান করার আহ্বান জানান তিনি। এ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া এ সেকেন্ড অফিসার জীবন চন্দ্র বর্মন এর সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ওসি তদন্ত মেহেদী হাসান ওসি অপারেশন আবু বকর, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক সজীব,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন