ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাতালগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইমন, সম্পাদক অভি

চট্টগ্রামে যাত্রা শুরু হল কাতালগঞ্জ স্পোর্টিং ক্লাবের। মাহিদুল আলম সাইমনকে সভাপতি ও মাসুদ ফরহান অভিকে সাধারণ সম্পাদক করে এই ক্লাবের কমিটি গঠন করা হয়। শনিবার (২০ মার্চ) সকালে এই কমিটি গঠন করে দেন কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

এছাড়া এই ক্লাবের অর্থ সম্পাদক পদে জাহেদুল আলম সান, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইশতিয়াক রিয়াদ, দফতর সম্পাদক পদে ইমতিয়াজ মাহমুদ শান্ত, নির্বাহী সম্পাদক পদে তানজীর উদ্দিন ও তৌফিকুল ইসলাম সামিকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগ প্রথম আবাসিক প্রকল্প এই কাতালগঞ্জ। অদূর ভবিষ্যতে এই এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ বসবাস করবে। এখানকার তরুণদের ক্রীড়ামুখী করে গড়ে তুলতে আমরা স্পোর্টিং ক্লাব গঠন করেছি। যাদের এই ক্লাবের দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের যোগ্যতা দিতে এই এলাকার তরুণদের নিয়ে ক্লাবকে সমৃদ্ধ করবে।’

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন