ঢাকা | বুধবার
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরের যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরের সর্কীণ রাস্তা সম্প্রসারণ ও যানযট নিরসনের দাবিতে মানববন্ধন ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পরে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তারা।

আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের চারমাথা মোড়ে কয়েক শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন ও সড়ক অবরোধে অংশগ্রহণ করেন। এসময় আশাপাশে গাড়ি আটকে পড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়।

এ সময় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,বাংলাহিলি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াদুদ, অটো ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়া উদ্দিনসহ আরো অনেকে।

আনন্দবাজার/শাহী/রুবেল

সংবাদটি শেয়ার করুন