ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নাঙ্গলকোট পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আ.লীগ প্রার্থী

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় ১ মেয়র প্রার্থী ও ৬৮ কাউন্সিলরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।

শুক্রবার দিনভর যাচাই বাছাই শেষে বাতিল হয় ৩ কাউন্সিলর প্রাথীর মনোনয়ন। মেয়র পদে আ’লীগ দলীয় প্রার্থী আবদুল মালেক ছাড়া অন্য কোন প্রার্থীর মনোনয়ন জমা না হওয়ায় ওই পদে নির্বাচনের সুযোগ থাকছে না। এতে করে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় মেয়র হতে যাচ্ছেন উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

আগামী ১১ এপ্রিল নাঙ্গলকোট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ডে ৫৭ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়।

আনন্দবাজার/শাহী/আলাউদ্দীন

সংবাদটি শেয়ার করুন