ভোলা ৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে চরফ্যাশন উপজেলার চর কুকরি মুুুুকরিতে জোয়ারের পানি ও জলাবদ্ধতা নিরসন কল্পে ৪৭ কোটি টাকা ব্যয়ে আজ ৬টি স্লুইস গেটের ভিত্তি প্রস্তর স্থান শেষে।
জ্যাকব বলেন, দেশরত্ন শেখ হাসিনা এখন শুধু একজন ব্যক্তি নয়, একটি আদর্শের নাম, একটি চেতনার নাম,অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি অনুভূতির নাম। তিনি তাঁর সততা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও কঠিন পরিশ্রমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেখানে শেখ হাসিনার বিকল্প একমাত্রই শেখ হাসিনা। শেখ হাসিনার বড় শক্তি তিনি মহান জাতির পিতার সন্তান। ছোট বেলা থেকেই দেখেছেন পিতা বঙ্গবন্ধু মুজিব এদেশের মানুষের মুক্তির জন্য কত সংগ্রাম, কত ত্যাগ স্বীকার করেছেন। দেশের প্রতি, দেশের মানুষের এই ভালোবাসা তিনি পিতার কাছ থেকেই পেয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস ভাবে এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানের জন্য।
সেজন্যই আজ বাংলাদেশের অবস্থান একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। “উন্নয়নের রোল মডেল” হিসেবে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকেই উদাহরণ হিসেবে দেয়া হয়। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান আজ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। দেশের প্রতিটি জনপদে এখন উন্নয়ন দৃশ্যমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার। চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন পৌরসভার নবনির্বাচিত মেয়র এস এম মোরশেদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, কুকরি মুকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন হাওলাদার সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শাহী/তুহিন