“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে শুরুতে বেলুন উড়িয়ে ও পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এছাড়া এসময় দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার ঝিনাইদহ প্রতিনিধি জনাব সুচন্দ, সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব এন এম শাহজালাল, সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন গণশিল্পী সংস্থা ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জনাব আব্দুস ছালাম।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে উন্নত বিশ্বের মতো পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে, পলিথিন এবং প্লাস্টিক মাটির উর্বতা নষ্ট করে, যার ফলে চাষকৃত জমিতে ফসল উৎপাদন কম হয়, বিভিন্ন ধরনের নকল পন্য প্রস্তুত বা উৎপাদন করে বাজারে বিক্রি করে মানুষের ব্যাপক ক্ষতি করছে কিছু অসাধু ব্যবসায়ী, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা হচ্ছে, ওজনে কারচুপি ও বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির, পরিমাপে কারচুপি যা সাধারন মানুষ ব্যাপক ভাবে প্রতারিত হচ্ছে যেটা অর্থনৈতিক উন্নয়নে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সহ প্রচলিত অন্যান্য চল্লিশটির অধিক আইনে বিধৃত, প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেট বা তার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত বাজার তদারকি করার পরও সাধারণ মানুষ আইন মানতে নারাজ। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সচেতন হলেই, উন্নত হবে বাজার ব্যবস্থাপনা, উন্নয়ন হবে দেশের। আর তখনই গড়ে উঠবে স্বপ্নের সোনার বাংলাদেশ।
আনন্দবাজার/শাহী/বুরহান