ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলের চাষ করে স্বাবলম্বী নওগাঁর চঞ্চল

ফুলের চাষ করে স্বাবলম্বী হয়েছেন নওগাঁর সদর উপজেলার চঞ্চল মন্ডল। তাঁর মাসিক আয় প্রায় ১৮ হাজার টাকা। অভাব এখন আর তাঁর দুয়ারে হানা দিতে পারে না।

সরেজমিনে দেখা গেছে, চঞ্চল মন্ডল নওগাঁ সদর প্রাণ কেন্দ্র মুক্তির মোড় জেলা সমবায় চত্বরে শাহ্ জালাল শাহ্ পরান নামে তাঁর নার্সারি সেখানে বাহারি ফুল ও ফলের গাছ। সেখানে চঞ্চল বাগান পরিচর্যায় ব্যস্ত।

তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, বাবার ফুল চাষে সাফল্য দেখে তিনি ফুল চাষের পরিকল্পনা নেন।

২০১০ সালে ১০ শতক জমিতে গোলাপ ফুলের চারা লাগান। এতে খরচ হয় প্রায় তিন হাজার টাকা। পাঁচ মাস পর পাঁচ হাজার টাকার গোলাপ বিক্রি করেন। এতে ফুল চাষে উৎসাহ বেড়ে যায়। ওই বছরেই তিনি অবশিষ্ট ৩৭ শতক জমিতে গাদা ফুলের চাষ করেন। ব্যবসা লাভজনক হওয়ায় তিনি ফুল চাষের পরিমাণ বাড়াতে থাকেন। ৪০ শতক জমি ইজারা নেন।

এর মধ্যে ১৫ শতকে রজনীগন্ধা, ১০ শতকে গ্ল্যাডিওলাস, ১৫ শতকে সূর্যমুখী, গন্ধরাজ, হাসনাহেনাসহ বিভিন্ন ফুলের চাষ করেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুমে ফুলের চাহিদা বেড়ে যায়। দামও তুলনামূলক বেশি থাকে। তবে সারা বছর গাদা ও গোলাপ বিক্রি করছেন।

আনন্দবাজার/শাহী/অনিক

সংবাদটি শেয়ার করুন