শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছার আলোচিত যমুনা ইট-ভাটা বন্ধ

অবশেষে পাইকগাছার আলোচিত ইট ভাটা বন্ধ ও ৬টি কয়লা তৈরীর কারখানা ভেঙ্গে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেনের তত্বাবধায়নে বৃহস্পতিবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটীস্থ যমুনা ব্রিকস এবং উপজেলার চাঁদখালীতে কয়লা তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক এর নেতৃত্বে ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় লাইসেন্স সহ অনুমোদন না থাকায় আলোচিত যমুনা ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশ দুষণ করে কয়লা তৈরীর অভিযোগে চাঁদখালীর ৬টি কয়লা তৈরীর কারখানা ভেঙ্গে দেওয়া হয়।

অবশেষে অনুমোদন বিহীন ইট ভাটার কার্যক্রম বন্ধ ও অবৈধ কয়লা তৈরীর কারখানা ভেঙ্গে দেওয়ায় জেলা ও উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে এ ধরণের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

আনন্দবাজার/শাহী/ইমদাদ

আরও পড়ুনঃ  বাঁধ না থাকায় জোয়ারের পানিতে পাইকগাছা পৌরসভা নিমজ্জিত

সংবাদটি শেয়ার করুন