ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১০ মার্চ (বুধবার) পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপুল প্রকল্প ইএসডিও’র আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা হলরুমে ইএসডিও’র এপিসি মাজেদুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জুল হোসেন, সহকারি মৎস কর্মকর্তা আব্দুল জলিল, ইএসডিও’র সমন্বয়কারী মোহাম্মদ সালেকীন, প্রেমদ্বীপ প্রকল্প ম্যানেজার খায়রুল আলম প্রমুখ।
এছাড়াও ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা, সামাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এ অবহিতকরণ কর্মসূচির মূল বাস্তবায়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এবং ইউরোপীয় ইউনিয়ন। কর্মসৃজন ও মূল ধারার অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অতি দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে কাজ করার লক্ষে যৌথভাবে এ প্রসপারিটি পরিক্রমায় অর্থ প্রদান করেছেন।
কর্মশালায় পুষ্টি কম্পোনেন্টের ফ্রেমওয়ার্ক, পুষ্টি সেবা সরবরাহ পদ্ধতি এবং পুষ্টির কম্পোনেন্ট এঁর কাঙ্খিত ফলাফলের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আনন্দবাজার/শাহী/কবীর