ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন

মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুলের নের্তত্বে পৌরভবন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দক্ষিণ রেলগেইট এলাকায় এসে একটি ড্রেন পরিস্কারের মাধ্যমে এই পরিচ্ছন্নতা কর্মসুচির উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা পুলিশের সার্কেল অফিসার ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠুসহ সুশীল সমাজ, পৌর কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/রোকনুজ্জামান

সংবাদটি শেয়ার করুন