ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়া-ফুলদী সড়ক উচুঁ নীচু সরু সড়কে যান চলাচলে ঝুঁকি

সড়কে চলাচলকারী ভারী যানবাহনের চাপে কাপাসিয়া-পাবুর-আজমতপুর-ফুলদী সরু কার্পেটিং সড়কটি দেবে উচুঁ নীচু হয়ে গেছে। এই সড়কের আজমতপুর-পাবুর-কাপাসিয়া অংশ অপ্রশস্ত (সরু) থাকায় স্বাভাবিক যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে এই সড়কে ছোটখাটো দুর্ঘটনা সহ চলাচলকারী মানুষের দুর্ভোগ বাড়ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের গাজীপুর জেলার এই সড়কটি প্রশস্তকরণ জরুরী বলে মনে করছেন এলাকাবাসী এবং চলাচলকারীরা। আর সড়ক বিভাগও ‘সড়কটির ফাউন্ডেশন ট্রিটমেন্ট ও প্রশস্তকরণ’ দরকার মনে করছে।

গাজীপুর জেলা শহর ও কালিগঞ্জের সাথে কাপাসিয়ার যোগাযোগ সহজ করেছে কাপাসিয়া-পাবুর-আজমতপুর-ফুলদী সড়ক। কাপাসিয়া-পাবুর-আজমতপুর অংশ এখন ব্যস্ত সড়ক। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে এই সড়কে চলাচলকারী ছোট বড় যানবাহনের চালকদের সাথে কথা হয়। উচুঁ- নীচু সরু সড়কে চলাচলে ঝুঁকি ও জনজীবনে দুভোর্গ সম্পর্কে ভারী যানবাহনের চালক, প্রাইভেটকার ও ব্যাটারী চালিত অটোচালকরা অভিযোগ করে বলেন, দু’টি বড় গাড়ী মুখোমুখি হলে একটি দাঁড় করিয়ে অন্যটিকে সাইড দিতে হয়। বর্ষার সময় মাটি নরম থাকলে ফেঁসে যাওয়ার ভয়ে বড় গাড়ীর চালকরা কেউ সড়ক থেকে নীচে নামতে চায় না। দীর্ঘ সময় সড়কে দাঁড়িয়ে থাকতে হয়। এতে করে ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী সাধারন মানুষ।

গত মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সড়কের বাসুদেবপুর এলাকায় শাহ্ সিমেন্টবাহী কাভার্ডভ্যানের চালক রাকিব মিয়ার সাথে কথা হয়। তিনি জানান, চাপা সড়কে যানচলাচলে এসব দুর্ভোগের কথা। ব্যস্ত এই সড়ক দিয়ে অনেক গাড়ী চলাচল করে, সড়কটি বড় করা দরকার।

কিছুক্ষণ পর সড়কের একই জায়গায় দাঁড়িয়ে কথা হয় প্রাইভেটকার চালক আবু তাহেরের সাথে। তিনি অভিযোগ করে বলেন, সড়কটি উচুঁ- নীচু ও চাপা। আবার দু’পাশ নীচু মাঝখান উচুঁ, ফাঁকা সড়কে দ্রুত গতিতে এরকম জায়গায় চোট খেলে গাড়ীর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

কথা হয় ব্যাটারীচালিত অটোরিক্সার চালক মোমেনের সাথে। তিনি বলেন, কাপাসিয়া থেকে আজমতপুর পর্যন্ত পাকা এই সড়ক অনেক উচুঁ- নীচু। প্রায়ই অটো উল্টে যাওয়ার উপক্রম হয়।

গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন এ প্রতিবেদককে জানান, কাপাসিয়া-পাবুর-ফুলদী ১২ফুট প্রশস্ত ও সাড়ে ২৫ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি আজমতপুরে ইটাখোলা সড়কে মিলিত হয়েছে। ফাউন্ডেশন ট্রিটমেন্টসহ সড়কটি কমপক্ষে ১৮ ফুট প্রশস্ত ও উন্নয়ন করা হবে। সংশ্লিষ্ট দপ্তরে সড়কটির প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ব্যবস্থা নিব। তীর্যক অংশ: গাজীপুর সড়ক বিভাগের কাপাসিয়া-পাবুর-আজমতপুর-ফুলদী সাড়ে ২৫ কিলোমিটার সরু সড়কে যানচলাচলে দুর্ভোগ। ‘সড়কটির ফাউন্ডেশন ট্রিটমেন্ট ও প্রশস্তকরণ’ দরকার।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন