ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি নয় সবজি চাষে ভাগ্য বদল

চাকরি নয় সবজি চাষ করে ভাগ্য বদলাতে চান পঞ্চড়ের জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপালের জয়নাল আবেদিন নামক এক ছাত্র। তিনি পেশায় ছাত্র, পড়াশোনা করে ফাজিল পাশ করেছেন।

শীত মৌসুমে প্রায় ১ বিঘা জমিতে বাঁধা কপির চাষ করেছেন এবং ১৫ শতাংশ জমিতে বেগুন ও মরিচ চাষ করেছেন । তিনি আশা করছেন, এই কপি, মরিচ ও বেগুন অর্থাৎ সবজি বিক্রি করে তার খরচ বাদে আয় করে ভাগ্য পরিবর্তন করতে চান। তিনি পেশায় একজন ছাত্র, এবার জমিতে আগাম জাতের সবজি চাষ করবেন বলে জানান।

ফলন ও দাম ভালো থাকায় আবেদিন সাহেবের মুখে হাসি লক্ষ করা যায় এবার তিনি ১ বিঘা জমিতে বাঁধাকপির ১৫ শতাংশ জমিতে বেগুনও মরিচ চাষ করবেন বলে জানান।

তিনি বলে যে পড়াশোনা পাশাপাশি যেকোন একটা কর্ম করার জন্য। সেটা কৃষি কাজ হতে পারে, এই সবজি চাষের মাধ্যে তার পড়াশোনাসহ বিভিন্ন আর্থিক চাহিদা পুরণ করা যাবে এতে পরিবারে কোন চাপ পরবেনা। এভাবেই একজন ছাত্র নিজেকে স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি আশা করেন।

আনন্দবাজার/শাহী/শহীদুল

সংবাদটি শেয়ার করুন