ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নারী দিবসে মেয়েদের সাইকেল প্রতিযোগিতা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

এসময় উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশিদ, প্রাণিসম্পদ অফিসার কৃষ্ণ মোহন হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান

অপরদিকে ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়ন, কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তা ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি’র সৌহার্দ্য-৩ কর্মসূচির বাস্তবায়নে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে ‘মুজিববর্ষ’ ও ‘দেশ উন্নয়নে নারীদের ভুমিকা’ শীর্ষক রচনা, মেয়েদের ধীর গতিতে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা আয়োজিত হয়। পরে নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আনন্দবাজার/শাহী/জাহাঙ্গীর

সংবাদটি শেয়ার করুন