‘‘করোনাকালে নারী নের্তৃত্ব,গড়বে নতুন সমতার বিশ^’’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, টিআইবি, এসএনভি, কেয়ার বাংলাদেশ ও জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দিরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও বেসরকারী উন্নয়ন সংগঠন অংশগ্রহন করে।
জেলা তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিনের স ালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ডাঃ নন্দিতা মালাকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শেলিনা ইউনুস ও হোসনে আরা সিদ্দিকী জুলী।
স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানাজ আক্তার।
এছাড়া আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের ‘‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা’’ বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
অন্যদিকে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১-এ মহিলা বিষয়ক অধিদপ্তর গাজীপুর থেকে অংশগ্রহণকারী ১০ জন প্রশিক্ষণার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
আনন্দবাজার/শাহী/সবুজ