ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জামালগঞ্জে আন্তজাতিক নারী দিবস উদযাপন

করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জ জামালগঞ্জে আন্তজাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ১১ ঘটিকায় আন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে- জাতীয় কন্যা শিশু অ্যাডভ্যোকেসী ফোরাম- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সহযোগীতায়- কেয়ার বাংলাদেশ।

আলোচনা সভায় প্রধান অতিথি- জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর হিসাব রক্ষক অফিসার কুদরত পাশা। সঞ্চালনায় ইউসি সাইফ উল্লাহ।

বিশেষ অতিথি- সুজন এর যুগ্ন সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়ন্থ, হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ, ইউপি সদস্য আশিকনুর, সুহেল আহমেদ, রাবিয়া, নারীনেত্রী আয়েশা সিদ্দিকা, সাজিনা আক্তার, সিআরভি সভাপতি ওয়াজকুরুনী, উজ্জীবক ও জয়িতা তাহমিনা আক্তার সহ নারী নেত্রীবৃন্দ। এতে ৪৫ জন অংশ গ্রহণ করেন। আলোচনা সভার পর জয়িতা তাহমিনাকে স্মারক তুলে দেন অতিথি বৃন্দ।

আনন্দবাজার/শাহী/সাইফ

সংবাদটি শেয়ার করুন