ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভালুকায় আলোচনা সভা

করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে সমতার বিশ্ব। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেে।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে ভালুকা উপজলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ, হালিমুন্নোছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নিনা ও রহিমা আফরোজ শেফালী।

আনন্দবাজার/শাহী/আনোয়ার

সংবাদটি শেয়ার করুন