রোহিঙ্গা নাগরিকদের জন্ম সনদ ও পাসপোর্ট তৈরির অফিসে অভিযান চালাচ্ছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে রাজধানীর বাসাবোতে একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ে এ অভিযান পরিচালনা শুরু করে র্যাব-২।
সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। এছাড়া অফিস থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট, অর্থ ও অর্থপাচারের কাগজপত্র। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
অভিযান চালানো ট্রাভেল এজেন্সি ‘আজিজিয়া ইন্টারন্যাশনাল’ এর মালিক আতিকুর রহমানের কাছ থেকে দেশের বাইরে থাকা বিপুল পরিমাণ অর্থের তথ্য উদ্ধার করেছে র্যাব। এর মধ্যে অস্ট্রেলিয়ার ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার, সিঙ্গাপুরের ব্যাংকে ৬০ হাজার ডলার এবং ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার স্থায়ী আমানতের তথ্য পাওয়া গেছে।
এছাড়া অস্ট্রেলিয়ায় একটি বাড়ি এবং আরেকটি ব্যাংকে ৭০ লাখ টাকা রয়েছে বলে স্বীকার করেছেন ঐ ট্রাভেল এজেন্সির মালিক আতিকুর রহমান।
এই অভিযান শেষ হলে অন্য আরেকটি জায়গায় অভিযান চালানো হবে বলেও জানিয়েছে র্যাব।
আনন্দবাজার/ডব্লিউ এস