রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সামিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি আদালত

আলজাজিরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে নিয়ে প্রতিবেদন প্রকাশের দায়ে এর সাথে সংশ্লিষ্ট জুলকারনাইন সামিসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার আবেদনটি গ্রহণ না করে ফেরত দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মামলার আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম।

মামলার আদেশে বিচারক বলেন, মামলার যাবতীয় নথি পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে মামলাটি দায়ের করতে বাদীকে সরকার কোনো অথরিটি দেয়নি। তাই বাদী বরবার মামলাটি ফেরত দেওয়া হল।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের জেরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালেক এই মামলাটি দায়ের করেন। পরেরদিন মা্মলাটি গ্রহণের ব্যাপারে শুনানির জন্য ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

মামলার আবেদনে আসামি করা হয়, আল জাজিরার এডিটর জেনারেল মোস্তেফা সরওয়ার, জুলকারনাইন সামি, তাসনিম খলিল ও যুক্ত্যরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যানকে।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মৃত ব্যক্তিকে আইসিইউতে রেখে টাকা হাতানোর অভিযোগ

সংবাদটি শেয়ার করুন