যশোর জেলার চৌগাছায় সাধারন মানুষের জন্য কোভিড ১৯ নিরাময়ে ভ্যাকসিন গ্রহণ সহজীকরন করতে রেজিষ্ট্রেশন বুথ চালু করেছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাস্কর্য মোড়ে এই ফ্রি রেজিষ্ট্রেশন বুথ চালু করে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ হোসেন জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বুথ চালু থাকবে। কর্মসূচি চলবে আগামী ৭দিন। এই বুথ থেকে ফ্রি রেজিষ্ট্রেশন শেষে টিকা গ্রহনের কার্ড সরবারহ করা হবে।
ছাত্রলীগ নেতা এম এ করিম বলেন, শুরুর দিন বৃহস্পতিবার ১৭৫ জনকে রেজিষ্ট্রেশন শেষে নিবন্ধন কার্ড প্রদান করা হয়েছে।
এছাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনসাধারনকে অবহিত করতে মাইকিং চালু করা হয়েছে বলেও জানিয়েছেন অপর এক ছাত্রলীগ নেতা রুবেল হোসেন।
বৃহস্পতিবার বিকাল ০৩ টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ সদস্য হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল দেওয়ান, সোহেল রানা, জিসান আহম্মেদ, তাহমিদ শাকিল, হযরত আলী, রাজু আহম্মেদ, রাসেল মল্লিক, সুমন হোসেন, সন্দিপ কুমার জয়, অনিক মিত্র, আশিকুর রহমান, আকিদুল ইসলাম, সোহাগ হোসেন, শিশির আহম্মেদ, আরিফ হোসেন, মুক্তার আলী, আলামিন, তানভির, জয়ন্ত কুমার, মঙ্গোল কুমার, রিয়াজ উদ্দিন, আবু সাঈদ, বিদ্যুৎ, তরুন তানভির তমাল, নাহিদ, অর্ক প্রমুখ।
আনন্দবাজার/শাহী