দক্ষিণ আইচা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের উত্তর পাশে একটি ঘরের উপরে এলেভেন কেবির তার দিয়ে মরণ ফাঁদ পেতে রাখা হয়েছে।
সরেজমিন অনুসন্ধানে দেখা যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের উত্তর পাশে মেইন রাস্তা থেকে ৬০ ফিট দূরে এলেভেন কেবির ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার দিয়ে মরণ ফাঁদ পেতে রাখা হয়েছে। ফলে ওই এলাকার আশপাশ দিয়ে চলাচলে চরম বিপদজনক হয়ে পড়েছে।
এতে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের পাশে থাকা ২০/৩০ জন পরিবারের যে কোনো সময়ে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
তথ্যসূত্র জানা গেছে, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি অন্তর্ভুক্ত লালমোহন সাব জোনাল অফিসের আওতায় বিগত প্রায় ১৫ বছর আগে দক্ষিণ আইচা মেইন সড়কের পাশ দিয়ে এলেভেন কেবির বৈদ্যুতিক তার ও খুঁটি স্থাপন করা হয়েছে। ফলে সাধারণ মানুষের রেকর্ডিংও সম্পত্তির উপর ঘর নির্মাণ না করতে পারা সহ বড় ধরনের দুর্ঘটনা
আশঙ্কা রয়েছে।
স্থানীয় একাদিক বাসিন্দা মোসাদ্দেক, ফারুক, হানিফ বেপারি, গনি বেপারী, ফরিদ উদ্দিন মাস্টার ও ইব্রাহিম জানান, পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা তৎকালীন গাফিলতি করে রাস্তা থেকে ৬০ ফিট পশ্চিম পাশে আমাদের রেকর্ডিং ও জমির উপর দিয়ে এলেভেন কেবির ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইনটি স্থাপন করেন। বর্তমানে ওই লাইনটি পাঁচ ফিট দূরে সরিয়ে দিতে এলাকাবাসীর জোর দাবি জানান কর্তৃপক্ষের কাছে ।
এ ব্যাপারে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের (এজি এম কম)নাসিম উদ্দিনের সাথে কথা বল্লে তিনি জানান উক্ত লাইনের বিষয়ে গ্রাহকরা অফিসে আবেদন করেছেন। তাই অফিসের সিডিউল মোতাবেকই কাজ হচ্ছে।
আনন্দবাজার/শাহী/তুহিন