ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে শিশুদের নিয়ে বসন্তবরণ অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের’কে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে পহেলা ফাগুন বা ঋতুরাজ বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে।

দেড়বোয়ালিয়া শিশু কিশোর কিশোরী কার্যালয়ের আয়োজনে শিশুদের’কে ভালোবাসায় উদ্ভাসিত করার মধ্য দিয়ে এ বসন্তবরণ অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার বিকালে শিশু কিশোর কিশোরী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা তথ্য আপা যুথিকা বিশ্বাস, সহকারী তথ্য আপা লাবনী আক্তার ও সোনিয়া আক্তার, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সংগঠক মোঃ ইদ্রিস আলী প্রমূখ।

সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু কিশোর কিশোর কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব সরকার।

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন