ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় প্রকৌশলীকে মারধর, ঠিকাদার সহ গ্রেফতার ৩

ফেনীতে হুমায়ূন কবির নামের এক ঠিকাদারের বিরুদ্ধে  টিউবওয়েল স্থাপনে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলা ভূমি অফিস সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে ৫০ টি টিউবওয়েল স্থাপনের কাজ পায় হুমায়ূন কবীরের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজের মান নিম্নমানের হচ্ছে এরূপ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সরেজমিন পর্যবেক্ষণে যায় ফেনী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সমেশ আলী। পরিদর্শনকালে ঠিকাদার হুমায়ূন কবীরকে কাজের গুণগত মান ঠিক রাখার নির্দেশনা প্রদান করেন তিনি।

একপর্যায়ে জনস্বাস্থ্য কর্মকর্তার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে পড়েন ঠিকাদার হুমায়ূন কবির, এসময় হুমায়ুন ও তার লোকজন জড়ো হয়ে প্রকৌশলী মোঃ সমেশ আলীর উপর চড়াও হয়ে তাকে মারধর শুরু করে। পরে তার চিৎকার শুনে উপস্থিত ভূমি অফিসের লোকজন এগিয়ে এসে জনস্বাস্থ্য কর্মকর্তাকে উদ্ধার করে ঠিকাদার হুমায়ূন কবির এবং জিলানী ও দেলোয়ার নামের তার দুই সহযোগীকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

হুমায়ূনের করা সবগুলো কাজ নিম্নমানের অভিযোগ করে মোঃ সমেশ আলী জানান, গত ৯ ফেব্রুয়ারী ফেনী সদর উপজেলা ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেন হুমায়ূন। কাজের মান নিম্নমানের হওয়ায় বৃহস্পতিবার রাতে সরেজমিনে পরিদর্শন যান তিনি, এসময় এর প্রতিবাদ করলে প্রথমে তাকে হুমায়ূন মারধর করে এবং পরবর্তীতে তার সহযোগীরা তার উপর চড়াও হয় বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় ৪ জনকে আসামী করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ওসি মোঃ আলমগীর হোসেন। মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন