ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চরফ্যাশনে কোস্টগার্ডের অভিযানে ৮o মন জাটকা ইলিশসহ ট্রলার জব্দ

জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খানের নেতৃত্বে (১o ফেব্রুয়ারি) বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বুড়াগৌরাঙ্গ ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১টি ট্রলারসহ ৮o মন জাটকা ইলিশ মাছ আটক করেছেন।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত ৮o মন জাটকা ইলিশ মাছ গুলো চর কচ্ছপিয়া কোষ্ট গার্ডের অফিসের সামনে ১৫ টি এতিম খানা, মাদ্রাসা ও গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার মারুফ হোসেন মিনার এসময় উপস্থিত ছিলেন। ট্রলার ১টি মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে বলে বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা ষ্টেশন কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আনন্দবাজার/শাহী/তুহিন

সংবাদটি শেয়ার করুন