ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোডাঘাটে সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বারপাইকেরগড় মাজার কমিটির সভাপতি আবুল কালাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার বারপাইকেরগড়ে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন বারপাইকেরগড় মাজার শরীফের সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের মগলিশপুর মিরাপাড়া এলাকার মৃত আফছার উদ্দিনের ছেলে ইব্রাহিম আলী ও বারপাইকেরগড় গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী, ইউসুফ আলীর ছেলে জামাল মিয়া ও একই গ্রামের রমজান আলীসহ অনেকে অবৈধভাবে জবর দখল করে দোকান ঘর নির্মাণ করছে। এতে মাজার কমিটির লোকজন বাধা দিতে গেলে তারা কমিটির লোকজনকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জানান, সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। অতি দ্রুত এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনন্দবাজার/শাহী/জিমন

সংবাদটি শেয়ার করুন