বরিশালের বাকেরগঞ্জের হানুয়া গ্রামে সূর্য ব্রিকস নামে একটি অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমোদন না থাকায় ওই ইটভাটায় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
গতকাল বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আতাউর রাব্বীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় পত্রপত্রিকায় এগুলো নিয়ে লেখালেখি হচ্ছিলো। পরে আমরা তদন্ত করে দেখতে পাই ওই ইটভাটাটি অনুমোদনহীন। যার কারনে আমরা এই অভিযান চালাই। এই অভিযান সামনের দিকে অবহ্যত থাকবে। তবে এসব ইটভাটা নদীর পাশে হওয়ায় নানান প্রতিবন্ধকতা কাজ করে। অভিযানের সরঞ্জাম নিয়ে যেতে একটু সমস্যা হয়।
জানাগেছে , এই অভিযানটি পরিচালণা করতে সহযোগিতা করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস এবং জেলা পুলিশের একটি টিম।
আনন্দবাজার/শহক