ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অজু করতে গিয়ে মোবাইল পানিতে পড়লে সার্ভিসিং ফ্রি

নামাজ পড়তে গিয়ে অজু করার সময় হাত ও পকেট থেকে মোবাইল ফোন পানিতে পড়ে গিয়ে নষ্ট হলে সার্ভিসিং ফ্রি। আর এমনি এক সাইনবোর্ড ঝুলানো হয়েছে দোকানের সামনে। যা পথচারীসহ সকল মানুষকে আকৃষ্ট করে। আর এমনিভাবেই অনন্য উদ্যোগের মাধ্যমে নজির স্থাপন করেছেন মোঃ আজিজুল ইসলাম।

মোবাইল মেকানিক মোঃ আজিজুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাজারের আতিফ ইলেকট্রনিক্স ও মোবাইল সার্ভিসিং সেন্টারের পরিচালক।
এমন উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমার মনের মাঝে একটা স্বপ্ন পোষণ করতাম। কিভাবে জনকল্যাণমূলক কাজ করা যায়। আর সেই স্বপ্ন প্রতিফলনের মাধ্যম হিসেবে এমনই উদ্যোগ নিয়েছি। আর জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই মানুষের মনে চিরদিনের জন্য স্থান করে নেওয়া যায়। আমার এমন উদ্যোগে আমি মানুষ জনের কাছ থেকে বেশ উৎসাহ ও অনুপ্রেরণা পাচ্ছি।

তিনি আরো বলেন, টাকা তো বেশ ভালো-ই- ইনকাম করি। না হয় কিছু কাজ টাকা ছাড়াই করে দিবো। আর আমার সেই কাজটা হবে নামাজ পড়তে যাওয়া মানুষদের জন্য। বিনা পয়সায় কাজটা করে দিলে তারা তো আমার জন্য মন খোলে দোয়াও করতে পারে।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন