ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় কিংবদন্তী জহির রায়হান এর ৩৯তম অন্তর্ধান দিবস পালিত

বাংলার কিংবদন্তী চলচ্চিত্রজন, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা, কথা সাহিত্যিক, গল্পকার, সাংবাদিক, ঔপন্যাসিক, সমাজবিপ্লবী শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান এর ৩৯তম অন্তর্ধান দিবসে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় জহির রায়হান চলচ্চিত্র সংসদ, নওগাঁর আয়োজনে বাংলাদেশের প্রথম ও একমাত্র জহির রায়হান এর আবক্ষ ভাস্কর্য “সময়ের প্রয়োজনে” পাদদেশ স্থানীয় মুক্তির মোড় জহির রায়হান স্মরণীতে পুষ্পাঞ্জলী অর্পন, আলোক প্রজ্জ্বলন ও স্মরণকথন অনুষ্ঠিত হয়।

জেলা সংসদের সহ সভাপতি ও নাট্যশৈলী, নওগাঁর সভাপতি ময়েন উদ্দিন ময়েন এর সভাপতিত্বে জহির রায়হান নওগাঁ পরিবারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহমান রায়হান এর সঞ্চালনায় স্মরণকথন পর্বে কথামালায় মেতে ওঠেন সংসদের উপদেষ্টা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, বাউলবাড়ী, নওগাঁ সভাপতি দোতারা শিল্পী আত্তাব হোসেন আলতাফ, সংসদের একুশ ও একাত্তর সম্পাদক এবং জেলা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সংসদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পাদক, বাউলবাড়ী, নওগাঁর সহ-সভাপতি জাহিদুল হক মিন্টু, সংসদের নির্বাহী সদস্য ও নাট্যশৈলী, নওগাঁর মঞ্চ সম্পাদক নিত্য সরকার, সংসদের সদস্য ও নাট্যশৈলী, নওগাঁর সাংগঠনিক সম্পাদক অন্তর আহম্মেদ, বাউলবাড়ী, নওগাঁর সহ-সভাপতি বিমান প্রামানিক ও মোকলেছুর রহমান, বাউলবাড়ী, নওগাঁর সহ-সাধারণ সম্পাদক নয়ন কুমার মালি, নাট্যশৈলী, নওগাঁর সাংস্কৃতিক সম্পাদক পলাশ কুমার দাস ও নাট্যশৈলী, নওগাঁর প্রচার সম্পাদক তুলি রাণী দাস প্রমূখ।

আনন্দবাজার/শাহী/অনিক

সংবাদটি শেয়ার করুন