ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরুড়া পৌর নির্বাচনে ব্যালটবাক্স নিয়ে যেতে চাইলেন কাউন্সিলর প্রার্থী

কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনে জালভোটের অভিযোগ এনে একটি ভোটকেন্দ্রের বুথ থেকে দুটি ব্যালটবাক্স নিয়ে যেতে চাইলেন মহিলা কাউন্সিলর প্রার্থী রানু বেগম। ৩০ জানুয়ারি (শনিবার) সকালে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের লতিফপুর ভোটকেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মহিলা কাউন্সিলর প্রার্থী রানু বেগম ওই কেন্দ্রের একটি বুথে ঢুকে সহকারি প্রিজাইডিং অফিসার ও অন্য প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে জাল ভোট দেয়ার অভিযোগ এনে বকাবকি করে। পরে এক পর্যায়ে দুটি ব্যালট বাক্স নিয়ে চলে যেতে চাইলে পুলিশ তাকে বাধা প্রদান করে। পরে ওই প্রার্থী ব্যালটবাক্স রেখে কৌশলে কেন্দ্র থেকে চলে যায়।

আনন্দবাজার/শাহী/বাশার

সংবাদটি শেয়ার করুন