ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় দফায় ভাসানচরে গেল ১৭৭৮ রোহিঙ্গা

তৃতীয় দফায় নোয়াখালীর ভাসানচরে গেলেন আরও এক হাজার ৭৭৮ রোহিঙ্গা। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে রোহিঙ্গাদের বহনকারী চারটি জাহাজ সেখানে পোঁছায়।

এর আগে সকাল ৯টার দিকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরের উদ্দেশে যাত্রা করে তারা। জাহাজগুলো ছেড়ে যায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিএএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্প থেকে।

গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে ৩০টি বাসে করে প্রথম যাত্রায় এক হাজার ৭ শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের কুতুপালং থেকে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে আনা হয়। সব মিলিয়ে ভাসানচরে যাচ্ছেন ৩ হাজার রোহিঙ্গা। এভাবে মোট এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন