ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ২ কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর জেলার সদর উপজেলার মিরের বাজার ও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পরিবেশ দূষণ করায় দুটি কারখানাকে তিন (৩) লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসন গাজীপুর ও পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন নাহার রিতা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন । এ সময় গাজীপুর জেলার সদর উপজেলার মিরের বাজার ও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পরিবেশ দূষণ বিরোধী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এদিকে পরিবেশ দূষণের অপরাধে পুবাইলের মিরের বাজার এলাকার থ্রি আর অক্সাইড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে ১ লক্ষ টাকা ও কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শাহ লোহা আলী বোর্ড মিলস কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন ও গাজীপুর আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন