ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় মন্দির ভিত্তিক শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কক্সবাজারের চকরিয়া শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে বই বিতরণ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বই উৎসবে সভাপতিত্ব করেন চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দাশ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ডাঃ তেজেন্দ্র লাল দে, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সুধাম কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারাধন দাশ, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক, সহ-সভাপতি সুজিত দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা সাধারণ সম্পাদক মুকুল দে, পৌরসভা সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশ, মা স্বাস্থ্য সেবা কেন্দ্র চকরিয়া পরিচালক বিজন কুমার বিশ্বাস, বাংলাদেশ কৃষ্ণ ভক্ত সংঘ কক্সবাজার জেলা সহ সভাপতি গণেশ দে।

এসময় আরো উপস্থিত ছিলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকা তাপসী রানী সুশীল ও শিক্ষার্থী অবিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন, সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক চকরিয়া সংস্কৃত কলেজের অধ্যক্ষ সুধীর চন্দ্র দাশ। আলোচনার শেষে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই হাতে তুলে দেন অতিথিবৃন্দরা। শিশুরা নতুন বই হাতে পেয়ে খুব আনন্দিত ছিল। সরকারের এধরনের উদ্যোগকে সকলে ধন্যবাদ জ্ঞাপন জানান।

আনন্দবাজার/শাহী/রাজু

সংবাদটি শেয়ার করুন