কুমিল্লায় যানজন নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান ট্রাফিক স্কুল কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লা টাউনহল গেইট, টমছম ব্রিজ ও পুলিশ লাইন এলাকায় কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজেট্রেট আবু সাঈদ এর নের্তৃত্বে ভ্রাম্যমান ট্রাফিক স্কুলের কার্যক্রম পরিচালিত হয়।
এসময় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদেরকে আটক করে কুমিল্লা বিআরটিএ অফিসের সহযোগিতায় ভ্রাম্যমান ট্রাফিক স্কুলের মাধ্যমে রাস্তায় চলাচলের নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। পরবর্তীতে আটককৃত হেলমেট ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকরা হেলমেট সংগ্রহ করে পরবর্তীকালে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেনা মর্মে অঙ্গীকার করায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, কুমিল্লার সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা এমন উদ্যোগ হাতে নিয়েছি। প্রথম পর্যায়ে আমরা হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও আমরা অভিযান পরিচালনা করবো।
এদিকে, জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুমিল্লার সচেতন মহল।
আনন্দবাজার/শাহী/আলাউদ্দিন